সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

IPO শেয়ারের ২০২১ সাল!! কি কি শেয়ার আসছে জেনে নিন...

 বার বছর পর পুঁজিবাজারে আসছে নতুন ব্যাংক: এনআরবি কমার্শিয়ালের আইপিও অনুমোদন হতে যাচ্ছে ২০২১ সালে।  ব্যাংকিং সেক্টরের কোম্পানিটি ফিক্স প্রাইজ হিসাবে 120 কোটি টাকা উত্তোলন করবে। এছাড়াও Union Bank,ওমেরা পেট্রোলিয়াম আরও কিছু বড় বড় কোম্পানিও আসছে। ২০২১ সালেই বাজারে আসবে আরো একটি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক । এ তো কেবল শুরু তাই বলা যেতেই পারে ২০২১ সাল হতে যাচ্ছে IPO শেয়ারের ইতিহাস সৃষ্টিকারী সাল।




শেয়ারবাজা‌রে সেকেন্ডারি মার্কেটে সর্বনিম্ন ২০ হাজার টাকা বিনিয়োগ থাকলে আইপিওতে আবেদন করা যাবে। এ বিষয়টি ক‌মিশ‌নের কা‌ছে প্রস্তাব করেছে গ‌ঠিত কমিটি। তবে টাকার পরিমাণ কত হবে সেটা চূড়ান্ত করবে কমিশন। এছাড়া লটারির প্রথা বাতিল করে স্বয়ং‌ক্রিয় ব্যবস্থায় বিনিয়োগকারীদের বিওতে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

আইপিও আবেদনের ক্ষেত্রে শেয়ার লট প্রথা বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করা হবে। মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিও একাউন্টে ফেরত দেয়া হবে। যেমন- কোনো কোম্পানি ১ কোটি শেয়ার বাজারে ছাড়লো, আবেদন করলো ৩০ লাখ। এক্ষেত্রে ১ কোটি শেয়ার ৩০ লাখ বিনিয়োগকারির মধ্যে সমানভা‌বে বন্টন করা হবে। এক্ষেত্রে একজন বিনিয়োগকারী বন্টনকৃত শেয়ার পা‌বেন। ওই শেয়ার অনুযায়ী ব্রোকার হাউজ অথবা মা‌র্চেন্ট ব্যাংক নি‌র্দিষ্ট প‌রিমাণ টাকা কেটে রে‌খে বাকিটা ফেরত দেবে বি‌নি‌য়োগকারীদের।

আর সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকে লেনদেন চালু পর্যন্ত সময় কমিয়ে নিয়ে আসার বিষয়ে প্রস্তাব কর‌বে গ‌ঠিত কমিটি। বর্তমানে সাবস্ক্রিপশন শুরু হওয়ার পর থে‌কে লেনদেন চালু হতে ৪৫ দিন সময় লাগে। এ সময় কমিয়ে ৩০ দিন করার বিষ‌য়ে প্রস্তাব করা হ‌বে।




বছরের শুরুতেই লাভেলো আইস্ক্রিমের IPO দিয়ে যাত্রা শুরু হবে ২০২১ সালের ।


তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

লাভেলো আইসক্রিমের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

Subscription Open : ৩ ই জানুয়ারি

Subscription Close  :৭ জানুয়ারি

কোম্পানিটি আগস্ট ২০১১ সালে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছিল এবং ২ জানুয়ারী ২০১৬ এর ​​বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কোম্পানি বাংলাদেশের একটি আইসক্রিম প্রস্তুতকারক এবং সরবরাহকারী। কোম্পানিটির অনুমোদিত মূলধন ছিল ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ছিল ৫৫ কোটি টাকা।

লাভলোইস তাউফিকার খাবার এবং কৃষি শিল্পের ।

Per Share : 10/- (Without Premium)

Lot : 500

Total Taka : 5000/-

EPS :  1.20/- 30ই সেপ্টেম্বর ২০১৮-১৯ইং)

NAV : 12.37/-

IPO শেয়ার সংখ্যা:30,000,00

IPO পরবর্তী মৃলধন :

Sector : Food

Lottery Date: Not published

কোম্পানি টি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।


এর পরই বাজারে আসবে ই জেনারেশনের IPO

ই জেনারেশন আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

Subscription Open : ১২ জানুয়ারি

Subscription Close  :১৯ জানুয়ারি

ই-জেনারেশন একটি শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেশন এবং সফটওয়্যার সলিউশন সংস্থায় বাংলাদেশকে একটি উদ্ভাবনী উচ্চ প্রযুক্তির দেশ হিসাবে রূপান্তরিত করার একটি ভিশন ।

par Share : 10/- (Without Premium)

Lot : 500

Total Taka : 5000/-





এছাড়াও লূব রেস বাংলাদেশ আইপিও’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে বিএসইসি

♠Subscription :Open : Not Published

♠Subscription :Close : Not Published

পেট্রোকেমিক্যাল ও লুবিক্যান্ট শিল্পে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। কোম্পানিটির মূল ব্যবসা লুব্রিক্যান্ট উৎপাদন ও বিপণন। একই সঙ্গে দেশের লুব্রিক্যান্টস শিল্পের প্রযুক্তিগত অগ্রগতিকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছে লুব-রেফ।

Face Value10/- premium+ 20=30

IPO কোড: LRB

Market Lot (Shares) (200) অনুমান

Offer Price Tk 5400/-

EPS  2,08 ( 30ই জূন ২০১৮-১৯ইং)

NAV : 31.93

Sector :

Lottery Date: Not published

সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহের জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

বিডিংয়ে লুব রেস বাংলাদেশ কাট অব প্রাইস হয়েছে 30 টাকা। এই দরে বিডিংয়ে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীরা লুব রেস বাংলাদেশ শেয়ার কিনবেন। তবে ১০ শতাংশ ডিসকাউন্টে দিয়ে আইপিও বিনিয়োগকারীদের জন্য 27 টাকা নির্ধারণ করা হয়েছে।

IPO Lot Distribution :NEW  book building।



: এনআরবি কমার্শিয়ালের আইপিও অনুমোদন

♠Subscription Open : Not Published

♠Subscription Close  :Not Published

এনআরবিসি ব্যাঙ্ক বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিং সেবার ক্ষেত্রে শীর্ষস্থানীয়, ক্ষুদ্র ব্যবসায়, মধ্য ও বড় কর্পোরেটের দেশীয় ও বিদেশী চাহিদা পূরণ করে।  ব্যাংকের ক্লায়েন্টগুলির মধ্যে বহুজাতিক এবং দেশীয় সংস্থাগুলি অর্থনীতির সমস্ত ক্ষেত্র যেমন চুক্তি, বাণিজ্য, শিপিং, রিয়েল এস্টেট এবং আন্তর্জাতিক ব্যবসায়ের মতো  সাথে  জড়িত রয়েছে ।

Face Value10/-  Without Premium)

IPO কোড: NRBC

PO size in share:

Market Lot (Shares) 500

Offer Price Tk 5000/

EPS : 1,55 ( 30ই জূন ২০১৯ইং)

NAV : 13.86

Sector : ব্যাংকিং সেক্টর

Lottery Date: Not published

কোম্পানিটি ফিক্স প্রাইজ আসবে 120 কোটি টাকা উত্তোলন করবে।


২০২১ সাল হতে যাচ্ছে বীমা কোম্পানীর জন্য এক সম্ভাবনার দুয়ার। এই বছর বাজারে আসতে পারে প্রায় ২৫ টি বিমা কোম্পানি।

 

সোনালী লাইফের আইপিওতে আবেদন মার্চে

Subscription Open : Not Published

Subscription Close  :Not Published

par Share : 10/- (Without Premium)

Lot : 500

Total Taka : 5000/-

EPS : Not Published

NAV : 25.47

Sector : ইন্সুরেন্স

Lottery Date: Not published





দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও অনুমোদন

Subscription Open : Not Published

Subscription Close  :Not Published

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড একটি পাবলিক লিমিটেড সংস্থা, ফেব্রুয়ারি 08,2000 এ বাংলাদেশ আইন সংস্থা -1994 এবং বীমা আইন 1938 (বীমা আইন, 2010 দ্বারা প্রতিস্থাপিত)

par Share : 10/- (Without Premium)

Lot : 500

Total Taka : 5000/-

EPS : 1.36 ( 30ই জূন ২০১৮-১৯ইং)

NAV : 11.62/

Sector : ইন্সুরেন্স


এছাড়াও বাজারে আসার সমূহ সম্ভাবনা আছে আরো ২৫ টি বীমা কোম্পানীর।


আইপিওতে আসছে ২৫ বীমা

♠বায়রা লাইফ,

♠গোল্ডেন লাইফ,

♠হোমল্যান্ড লাইফ,

♠সানফ্লাওয়ার লাইফ,

♠বেস্ট লাইফ,

♠ চার্টার্ড লাইফ,

♠এনআরবি গ্লোবাল লাইফ,

♠প্রোটেক্টিভ ইসলামী লাইফ,

♠সোনালী লাইফ,

♠জেনিথ ইসলামী লাইফ,

♠আলফা ইসলামী লাইফ,

♠ডায়মন্ড লাইফ,

♠গার্ডিয়ান লাইফ,

♠যমুনা লাইফ,

♠মার্কেন্টাইল ইসলামী লাইফ,

♠স্বদেশ লাইফ,

♠ট্রাস্ট ইসলামী লাইফ,

♠লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ,

♠মেঘনা ইন্স্যুরেন্স,

♠সাউথ এশিয়া, ই

♠সলামী কমার্শিয়াল,

♠ইউনিয়ন, দেশ জেনারেল,

♠সেনাকল্যাণ

♠সিকদার ইন্স্যুরেন্স।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এই কোম্পানিগুলোকে ন্যূনতম মূলধন উত্তোলনের ক্ষেত্রে ছাড় দেয় বিএসইসি।

বিএসইসি থেকে জানানো হয়, ফিক্স প্রাইস মেথডে বা ১০ টাকা অভিহিত মূল্য আইপিওতে শেয়ার ছেড়ে কমপক্ষে ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আবেদনের ক্ষেত্রে অতালিকাভুক্ত ২৬ বীমা কোম্পানিকে এক্ষেত্রে ছাড় দেয়া হয়।

উক্ত ২৬ বীমা কোম্পানি ফিক্সড প্রাইস মেথডে আইপিতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা উত্তোলন করতে পারবে। এ বিষয়ে শিগগিরই বিএসইসি একটি নোটিফিকেশন জারি করবে।


 


 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভাল কোম্পানি কত পার্সেন্ট ডিভিডেন্ড দিলে লাভ হবে?

লং ট্রাম বিনিয়োগকারীরা ভাল শেয়ার চেনার জন্য, কোম্পানীর ডেভিডেন্ড ইল্ড দেখে থাকেন।যে সমস্ত শেয়ারের  ডেভিডেন্ড ইল্ড ভাল সেই সব শেয়ার লং ট্রাম বিনিয়োগকারীদের জন্য বেশি আকর্ষণীয় হয়ে থাকে।তাই আজকে আমরা  ডেভিডেন্ড   কি ? এবং  কত টাকায় কত পার্সেন্ট ডেভিডেন্ড দিলে ভাল হবে ,অর্থ্যাথ  ডেভিডেন্ড ইল্ড বাহির করার মাধ্যমে কি ভাবে ভাল শেয়ার চিনা যায়, তাই নিয়ে আলোচনা করব। ডিভিডেন্ড ( Dividend ) অর্থ লভ্যাংশ। একটি কোম্পানির তার মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করে থাকে তা-ই লভ্যাংশ বা ডিভিডেন্ড। কখনো কখনো রিজার্ভ বা সংরক্ষিত তহবিল থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। লভ্যাংশ নগদ টাকা বা স্টক (শেয়ার) অথবা উভয় আকারে হতে পারে। লভ্যাংশ সাধারণত শতাংশের হিসাবে প্রকাশ করা হয়। ডিভিডেন্ড সব সময় প্রদান করা হয় ফেস ভ্যালুর উপর ভিত্তি করে। যেমন ১০% ডিভিডেন্ড দিলে প্রতি শেয়ারে ডিভিডেন্ড হবে ১ টাকা। কারন ফেস ভ্যালু ১০ টাকা এবং ১০ টাকার ১০% হচ্ছে ১ টাকা। যদিও শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা কিন্তু মার্কেটে শেয়ারের দাম ১০ টাকার থেকে বেশি বা কম হতে পারে। ধরা যাক ১০% হারে ডিভিডেন্ড দেওয়া কোম্পানি...

ক্যান্ডেলষ্টিক এর উৎপত্তির ঘটনা ও এর পিছনের সাইকোলজি

   মুনিসিহা হোমা [Munehisa Homma] ইতিহাসের সবচেয়ে সফল প্রাইজ একশন ট্রেডার।লোক্মুখে প্রচলিত আছে ,তিনি ট্রেডিংএর মাধ্যমে  ১০ বিলিয়ন ডলার আয় করেছিলেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে কে এই  মুনিসিহা হোমা [Munehisa Homma]? তিনি জাপানের সাকাতা ইয়ামাগাতার একজন কৃষক,একজন কৃষক তার ধানের বাজার দর ওঠা নামা ধরার জন্য ক্যান্ডলষ্টিক আবিষ্কার করে। টেকনিক্যাল এনালাইসিসের তিনি পথদ্রষ্টা। আজকের এই আর্টিকেল এই ক্যান্ডালষ্টিক এবং ক্যান্ডেলষ্টিক এর সাইকোলজি নিয়ে আলোচনা করা হবে। যাদের ষ্টোক মার্কেট নিয়ে আগ্রহ আছে তারা সবাই কম বেশি ক্যান্ডেলষ্টিক নিয়ে ধারণা রাখে। তাই আমরা একটু ভিন্ন ভাবে শুরু করব ,প্রথমে চিন্তা করব কি প্রেক্ষাপটে এবং কি সমস্যায় ক্যান্ডেলষ্টিক আবিষ্কার করতে হয়ে ছিল। কি তার সাইকোলজি এবং এর রহস্য ,ভেদ করা হবে এখানে। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ধরি ,মুনিসিহা তার ধান বিক্রি করার জন্য রওনা হল এখন যেহেতু ৪০০ বছর আগের ঘটনা তাই কোন যান্ত্রিক যানবাহন আশা করা যায় না,ধরলাম গাধার পিঠে করে ধানের বস্তা নিয়ে যাচ্ছে। যেহেতু গাধার পিঠে ধানের বস্তা নিয়ে যাচ্ছে তাই সঠিক সময়ে গন্তব্যে আসা সম্ভব হ...

ক্যান্ডেলষ্টিক কিভাবে কাজ করে ?

আমরা অনলাইনে চ্যাট করার সময় কম বেশি সকলেই ইমোজি ব্যবহার করে থাকি ,এই সব ইমোজি কোন ভাষা নয়, কিন্তু তার পর ও প্রতিটি ইমোজির ভিন্ন ভিন্ন  অর্থ আছে। ঠিক তেমনি ভাবে ক্যান্ডেলষ্টিক আপাত দৃষ্টিতে দেখতে সরলরেখা আকৃতির চিহ্ন হয়ে থাকলে, এই গুলো ঠিক ইমোজির মত অর্থ পূর্ণ সংকেত প্রদান করে থাকে। ক্যান্ডেলষ্টিক হচ্ছে মার্কেটের স্মাইলি, মার্কেট যদি আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চায় ,তাহলে তা ক্যান্ডেলষ্টিক এর মাধ্যমেই তা  করা সম্ভব হবে।  উদাহরণ হিসাবে বলা যায় ,ধরুন আপনি আপনার বন্ধুর কাছে  চ্যাটে এক হাজার টাকা ধার চাইলেন, উত্তরে আপনার বন্ধু 👍😀 এই ইমো দিয়ে পাঠাল তাহলে আপনি পজেটিভ হিসাবে ধরে নিবেন।ঠিক একই ক্ষেত্রে যদি 👿 এই ইমো দিত তাহলে বুঝতেন কোন না কোন ঝামেলা আছে। বন্ধু টাকা দিতে রাজি না।  ঠিক এই রকমই ক্যান্ডেলষ্টিক ও পজেটিভ হয়ে থাকে আবার আনুরূপ ভাবে নেগেটিভও হয়ে থাকে, যে ভাবে আমরা ইমো দেখে আমরা মানুষের অনুভূতি বুঝতে পারি ,ঠিক তেমনি আমরা যদি আমাদের চোখকে ঠিকমত ট্রেইন করতে পারি তাহলে আমরা ক্যান্ডেলষ্টিক দেখেও মার্কেট কেমন হবে অনুধাবন করতে পারব। ক্যান্ডেলষ্টিক আপনাকে বিহাইন্ড ...