শেয়ার বাজারে ভুল হবে এটাই স্বাভাবিক,যদি কেউ বলে আমি ১০০% সিওরে কাজ করি,তাহলে একটায় অপশন থাকে, সে মিথ্যা বলছে।ভুল হওয়াটা যেমন স্বাভাবিক,তেমনি এক ভুল ,বার বার হওয়া কাম্য নয়। কিছু ভুল সম্পর্কে, আগে থেকে জানা থাকলে ,সেই সব ভুল থেকে রক্ষা পাওয়া সম্ভব, ফলে নিকট ভবিষ্যতে অনেক কম ভুল করার সম্ভাবনা থাকে ।ঠকে শেখার চেয়ে দেখে শেখা ভাল। শেয়ার বাজারে টপ ৫টি ভুলের কথা এই আর্টিকেলের শেষে ভিডিওতে বলা আছে ,এরপরও বেশ কিছু ভুল হয়ে থাকে,আর তার মধ্যে প্রথম হল ,আমরা ক্যাশ টাকা বিও একাউন্টে থাকলেই শেয়ার কেনার জন্য অস্থির হয়ে যাই। একদিন শেয়ারের দাম বাড়লেই ,আমাদের মধ্যে মনে হয় এই বুঝি দাম বাড়া শুরু। এই দামে এই শেয়ার কোন দিন আর পাওয়া যাবে না , ট্রেন মিস হয়ে যাচ্ছে।বাংলাদেশের শেয়ার বাজারের মুরিব্বিরা বলে থাকে "শেয়ারের দাম বাড়ে কমার জন্য ,আর দাম কমে বাড়ার জন্য"।যাই হোক আবেগে পরে শেয়ার কেনা হচ্ছে খুব কমন মিসটেক,এর সাথে যুক্ত হয় মার্কেট খোলার সাথে সাথে কোন কিছু না দেখেই শেয়ার কিনে ফেলা।এ তো গেল শুরুর গল্প, কিছু দিন যাওয়ার পর যখন ঘরে টুকটাক লস উঠতে শুরু করে,তখন অনেকেই ক্যান্ডেলস্টিক দিয়ে টেকনিক্যাল এনালাই...
শেয়ার বাজার,শেয়ার এনাল্যাইসিস,বাংলাদেশ অর্থনীতি,বিনিয়োগ,অর্থায়ন,অর্থ ব্যবস্থাপনা ও বিশ্ব অর্থনৈতিক আলোচনা।